Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

১। প্রকল্পের নামঃ বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প।

সার-সংক্ষেপঃ-

সেচ খরচ কমানো, সেচ এলাকা বৃদ্ধি করত: অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে অত্র প্রকল্পের আওতায় খাস মজা খাল পূনঃ খনন, হাইড্রলিক ষ্ট্রাকচার নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, পাইপ কালভার্ট নির্মাণ, ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ, ইত্যাদি কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির মেয়াদ ২০১৩-২০১৪ অর্থ বছর পর্যন্ত।

 

 

২। কর্মসূচি’র নামঃ গোপালগঞ্জ জেলায় ভূ-পরিস্থ পানি সংরক্ষণ ও ক্ষুদ্রসেচ সম্প্রসারন কর্মসূচি।

সার-সংক্ষেপঃ-

সেচ এলাকা বৃদ্ধি, সেচ খরচ কমানো ও অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে অত্র কর্মসূচির আওতায় খাস মজা খাল পূনঃ খনন, বক্সকালভার্ট/পাইপ কালভার্ট নির্মাণ, এলএলপি ইঞ্জিন ক্ষেত্রায়ণ, ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ, ইত্যাদি কর্মকান্ড বাস্তবায়ন করা হয়। কর্মসূচিটির মেয়াদ ২০১৩-২০১৪ অর্থ বছর পর্যন্ত।