Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
 

ক্রমিক নং

কাজ/ সেবার নাম

উপস্থাপন/নিষ্পত্তির সময়কাল

মন্তব্য

১।

ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানি সম্পদ উন্নয়নের নিমিত্ত সেচ অবকাঠামো নির্মাণ, ভূগর্ভস্থ ও ভূপরিস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে সরেজমিনে দক্ষ সেচ ও পানি ব্যবস্থাপনা (OFWM) কর্মসূচি বাস্তবায়ন।

প্রকল্পের মাধ্যমে পানি সম্পদের যথাযথ উন্নয়ন ও ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের সেচ অবকাঠামো নির্মাণ এবং দক্ষ সেচ ব্যবস্থার জন্য ভূগর্ভস্থ ও ভূপরিস্থ সেচনালা নির্মাণ।

প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়।

২।

ছোট নদী, খাল, নালা ইত্যাদি সংস্কার, খনন/পুন:খনন এবং সেচ অবকাঠামো নির্মাণ করে পানির প্রাপ্যতা বৃদ্ধিসহ শক্তিচালিত ও ভাসমান পাম্প ব্যবহারের মাধ্যমে বোরো মৌসুমে ভূপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ।

ভূপরিস্থ পানি উন্নয়নে existing ছোট নদী, খাল ও বিল ইত্যাদি পুনঃখননসহ সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে পানি সংরক্ষণ এবং এ ধরনের প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কার্য সম্পাদন।

প্রকল্প গ্রহনের মাধ্যমে সম্পাদন করা হয়।

৩।

আধুনিক লাগসই সেচ যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন, ব্যবহার, সেচ ব্যবস্থাপনা উন্নয়নে সেচ প্রকৌশল প্রযুক্তির প্রয়োগ, সেচ সম্প্রসারণ, সেচ দক্ষতা বৃদ্ধি ও ফলন পার্থক্য (Yield Gap) কমানোর উপর কৃষক প্রশিক্ষণ।

স্থানীয় এলাকার উপযোগী লাগসই সেচযন্ত্রপাতি সরবরাহ, স্থাপন, ব্যবহার, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধিতে ভূগর্ভস্থ (বারিড পাইপ) ও ভূপরিস্থ সেচনালা নির্মাণ। উল্লিখিত কার্যক্রম বাস্তবায়ন ও ফলন পার্থক্য কমানোর জন্য কৃষক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ ও সম্পাদন।

প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়।

৪।

সেচযন্ত্র, সেচ এলাকাসহ ভূগর্ভস্থ/ ভূপরিস্থ পানি সম্পদ জরীপ, আধুনিক উন্নত পদ্ধতিতে পানির স্তর পরিবীক্ষণ ও পানির গুণাগুণ পরীক্ষা করে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তথ্য সেবা প্রদান।

পানির গুণাগুণ জানার জন্য নিয়মিত পানির নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা, পানির স্তর নিয়মিত পরিবীক্ষণ এবং বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তথ্য সেবা প্রদান।

 

৫।

খরা, দুর্যোগ, ঘুর্ণিঝড়, জলোচ্ছাস ও সিডরসহ বিভিন্ন আপৎকালীন সময়ে জরুরী ভিত্তিতে সেচ ও সেচ সংক্রান্ত কারিগরি সেবা প্রদান৤

প্রাকৃতিক দুর্যোগের সময় মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কারিগরি সেবা প্রদান।

এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

৬।

লবন পানির অনুপ্রবেশ সম্পর্কিত তথ্যসংগ্রহ, বিশ্লেষণ, পূর্বাভাস প্রদান ও প্রতিরোধে পরামর্শ প্রদান।

লবন পানির অনুপ্রবেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের ব্যবস্থা এবং এতদ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়ার ব্যবস্থা গ্রহণ ।

কর্মসূচির মাধ্যমে লবন পানির অনুপ্রবেশ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

৭।

ভূগর্ভস্থ স্থিতিশীল পানির স্তর অপরিবর্তিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

ভূগর্ভস্থ পানির অধ্যাদেশ ১৯৮৭ যথাযথভাবে মাঠে প্রয়োগ করে স্থিতিশীল পানির স্তর অপরিবর্তিত রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করণ।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রচেষ্টা নেয়া হচ্ছে।